সমাজ ডেস্ক : নরসিংদী জেলায় করোনাভাইরাস এর সামাজিক বিস্তার রোধকল্পে জেলার দোকানপাট (কাঁচা বাজার ও ওষুধের দোকান ব্যতীত) ও হাট বাজার বন্ধ ঘোষণা করা হলেও কাঁচা বাজার সমূহে সামাজিক দূরত্ব সঠিক ভাবে বজায় রাখার উদ্দেশ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশে নরসিংদী শহরস্থ ৮টি কাঁচা বাজার স্থানান্তর করা হয়েছে।
বাজারগুলো হলো ভেলানগর বাজার, ব্রাহ্মন্দী বাজার (শিক্ষা চত্বর বাজার), শাপলা চত্বর বাজার, বড় বাজার, ভূমি অফিস সংলগ্ন ইসলাম বাজার, বাদুয়ারচর গেইট বাজার, হাজীপুর বৌ বাজার ও পাঁচদোনা বাজার।
জেলা প্রশাসক এর আদেশ অনুযায়ী এ সকল বাজারসমূহ নির্ধারিত স্থানে স্থানান্তরিত হয়েছে।
নরসিংদী শহরের ৮টি কাঁচাবাজার স্থানান্তর
প্রকাশ : এপ্রি ১৯, ২০২০ | Comments Off on নরসিংদী শহরের ৮টি কাঁচাবাজার স্থানান্তর