নরসিংদী জেলা ফুটবল লীগ ২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকালে মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, নরসিদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারন সম্পাদক শামীম নেওয়াজসহ অাওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।