সমাজ ডেস্ক : মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান এ স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। রোববার প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌর মেয়র অামিনুর রশিদ সুজন, শিক্ষানুরাগী জার্মান প্রবাসী অাব্দুল মতিন, জাতীয় শ্রমিকলীগ মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি জয়ন্ত বণিক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামরানুর রশিদ তুহিন, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল অাকন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন।
নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ে শিল্পমন্ত্রীর বৃক্ষরোপন
প্রকাশ : আগ ৩০, ২০২০ | Comments Off on নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ে শিল্পমন্ত্রীর বৃক্ষরোপন