সমাজ ডেস্ক: বিস্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাসে শুধু নিম্নবিত্তরাই নয় ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তারা সম্মান হারানোর ভয় বা সংকোচের কারণে কারো কাছে সাহায্য চাইতে পারেন না, দাঁড়াতে পারেন না ত্রাণের লাইনে। নিভৃতে সহ্য করে যান ক্ষুধার জ্বালা।
নরসিংদীর মমতাময়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এইসব পরিবারের কথা ভেবে চালু করেছেন বিশেষ হটলাইন নম্বর।
জনবান্ধব জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশে এই বিশেষ হটলাইন নম্বর বা ৩৩৩ নম্বরে আসা কলগুলোর মধ্য থেকে সত্যতা যাচাই করে ত্রাণপ্রার্থীর পরিচয় গোপন রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাঁর আবাসস্থলে পৌছিয়ে দেওয়া হয় প্রতি সন্ধ্যায়।
মানবতার মূর্ত প্রতীক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন রাতে ৬০/৭০ পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। নরসিংদীর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো জেলা প্রশাসকের এ উদ্যোগকে ব্যাপক প্রশংসা করেছেন।
নরসিংদীর জেলা প্রশাসক হটলাইনে নিম্নবিত্তের পাশাপাশি সেবা পাচ্ছেন মধ্যবিত্তরাও
প্রকাশ : এপ্রি ২৪, ২০২০ | Comments Off on নরসিংদীর জেলা প্রশাসক হটলাইনে নিম্নবিত্তের পাশাপাশি সেবা পাচ্ছেন মধ্যবিত্তরাও
