আমজাদ হোসেন: নরসিংদী সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় নরসিংদী থেকে এ পর্যন্ত ১০২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর পর ১৬৬ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন এবং মৃত্যু বরন করেছেন একজন । । এদিকে গত ২৩ তারিখ থেকে পাঠানো নমুনা গুলো নেগেটিভ আসায় নরসিংদী বাসির মথ্যে অনেকটা স্বস্থি পেতে শুরু করেছে। ২৩ এপ্রিল ৪৬ জনের নমুনা পাঠানোর পর সবারই করানার আক্রমনই নেগেটিভ এসেছে। এদিকে পুরাতন একজন সুস্থ রোগীর নমুনা সংগ্রহ করে পুনরায় আইইডিসিআরে পাঠানোর পর তার দেহে করোনার পজেটিভ পাওয়া গেছে বলে জানান জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮০ জন মনোহরদী উপজেলায় ৫ জন শিবপুর উপজেলায় ১৭ জন পলাশ উপজেলায় ৮ জন বেলাব উপজেলায় ২৩ জন ও রায়পুরা উপজেলায় ৩৩ জন ।
নরসিংদীতে ১০২৬ জনের নমুনা সংগ্রহ আক্রান্ত ১৬৬ এবং মৃত্যু ১
প্রকাশ : এপ্রি ২৯, ২০২০ | Comments Off on নরসিংদীতে ১০২৬ জনের নমুনা সংগ্রহ আক্রান্ত ১৬৬ এবং মৃত্যু ১