রবিবার সকাল ৭:৫৬

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত পরিবারের দাবী রহস্যজনক মৃত্যু

তৌহিদুর রহমান, নরসিংদী থেকে: নরসিংদীর মাধবদীতে সড়ক দূর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে থানার পাচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো শিবপুর থানার খড়িয়া এলাকার আনোয়ার হোসেন এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন দিপু(২২) নরসিংদী শহরের বাসাইল মহল্লার মোহাম্মদ আলীর মেয়ে মনিরা বেগম (২৯), বিল্লাল হোসেন এর মেয়ে ফারজানা হক রুপা(২২)। নিহত দিপুর পরিবার প্রথমে বিনা ময়না তদন্তে মরদেহ গ্রহণ করলেও পুনরায় ময়না তদন্তের আবেন করে। সেই প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে দশটার দিকে পাচদোনা বাজার এলাকায় তিন আরোহী নিয়ে চলা মটর সাইকেলটিকে ধাক্কা দেয় দ্রুত গতির একটি পিকআপ ভ্যান। দুই মহিলা ছিটকে রাস্তায় পড়ে যায় অপরদিকে মটর সাইকেল আরোহীকে হিচড়ে অর্ধ কিলোমিটার দুরে নিয়ে ফেলে। এতে ঘটনাস্থালেই দেলোয়ার হোসেন দিপু ও মনিরা বেগমের এর মুত্যু ঘটে। অন্যজন নরসিংদী সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, নিহতের পরিবারের পুনরায় আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্তের পর মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যানের চালক কে খুজে বের করার চেষ্টা চলছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে