রবিবার রাত ৮:০১

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে স্বাস্থ্যবিধি মেনে রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করার লক্ষ্যে মতবিনিময়

সমাজ ডেস্ক: আজ সোমবার করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে নরসিংদী জেলা তথা দেশের অর্থনীতিকে সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে শিল্প প্রতিষ্ঠানসমূহ সীমিত আকারে চালু করার কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং গার্মেন্টস, স্পিনিং, ইলেকট্রনিকস ও টেক্সটাইল মিল ও শিল্প প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতি তাঁর বক্তব্যে সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিজেএমইএ এর নিয়মাবলী পরিপূর্ণ ও কঠোরভাবে অনুসরণ করে সীমিত পরিসরে শিল্প প্রতিষ্ঠানসমূহ চালুর ব্যাপারে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের অভিমত ব্যক্ত করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে