সমাজ ডেস্ক: নরসিংদীতে একজন সংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা স্বাস্থ বিভাগ ও করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী নরসিংদী সদর উপজেলায় মোট ১৭ জন (১ জন সুস্থসহ) রায়পুরায় ৩ জন পলাশ উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত সংবাদকর্মী-সহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলায় এখন পর্যন্ত ১৩৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে ২১ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সর্বশেষ আজ দুপুরে প্রাপ্ত তথ্য অনুযায়ী সাংবাদিক (আইয়ুব খান) সহ ১৬ জন নরসিংদী সদরে শনাক্ত হয়।