সমাজ ডেস্ক: আজ সোমবার নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ২০১৯-২০ অর্থ বছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অনুদানের চেক দ্রুততম সময়ে সেবা প্রার্থীদের নিকট পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে আর্থিক সহায়তা প্রাপ্ত সকলের আশু আরোগ্য কামনা করেন।
এ সময় অনুদান প্রাপ্ত সকলের হাতে স্ব স্ব আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
নরসিংদীতে রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ
প্রকাশ : এপ্রি ২৭, ২০২০ | Comments Off on নরসিংদীতে রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ