রবিবার রাত ৯:৫৯

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে রেস্টুরেন্টসমূহ সীমিত আকারে চালু রাখার লক্ষ্যে বিশেষ সভা

সমাজ ডেস্ক: আজ শনিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে অর্থনীতির চাকা চালু রাখতে জেলার রেস্টুরেন্টসমূহ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মকৌশল নির্ধারণে সংশ্লিষ্ট হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিনিধি ও হোটেল রেস্টুরেন্ট মালিকদের সাথে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটি এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
সভাপতি তাঁর বক্তব্যে হোটেল রেস্টুরেন্টের কর্মরত শ্রমজীবী মানুষদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে জনসমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে হোম ডেলিভারির মাধ্যমে সীমিত পরিসরে রেস্টুরেন্ট চালুর ব্যাপারে কর্মকৌশল নির্ধারণে সকলের সহযোগিতা কামনা করেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে