সোমবার রাত ১:৫৩

৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে রমজান উপলক্ষে ২৪টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ১৫দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি ২৪টি প্রতিবন্ধী পরিবারের জন্য চাউল ১০কেজি, ডাউল ১কেজি, ছুলা ১ কেজি, তেল ৫০০গ্রাম, সাবান ১টি উপহার হিসেবে দিয়েছেন। নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাগণের অনুদানভিত্তিক তহবিল থেকে নরসিংদীর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীর ২৪টি পরিবারের মাঝে তৃতীয় ও চতুর্থ ধাপে বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর স্বীয় পরিকল্পনা ও উদ্যোগে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিজস্ব অনুদান ভিত্তিক তহবিল থেকে ২৪টি প্রতিবন্ধী পরিবারকে চলমান সংকটময় সময়ে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার জেলা প্রশাসকের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে