বুধবার রাত ৩:১৭

৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা

সমাজ ডেস্ক : নরসিংদীতে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের আয়োজনে পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে  মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।  

শহরের  শ্রী শ্রী মদনমোহন বিগ্রহে দেশ, জাতি ও বিশ্ব মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনিল ঘোষ, নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অহীভুষন চক্রবর্তী ও নরসিংদী জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মনিটরিং কমিটির সদস্য রনজিত কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার দেওয়ান মনিরুল ইসলাম।  







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে