নরসিংদী পৌর প্রতিনিধি: নরসিংদীতে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে কার্ডের মাধ্যমে বিশেষ ওএমএস চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌর শহরের সেবা সংঘের মোড়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ এর উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা খালেদ হোসেন, পৌর কাউন্সিলর রিপন সরকার, তারাপদ দাস ও ডিলার দীপক সাহা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীর আওতায় নরসিংদীতে প্রায় ৪ হাজার ৮শত ব্যক্তিকে কার্ডের মাধ্যমে প্রতিমাসে ১০টাকা কেজিতে ২০ কেজি করে ওএমএস এর চাল বিতরণ করা হবে।
নরসিংদীতে বিশেষ ওএমএস চাল বিতরণ উদ্বোধন
প্রকাশ : এপ্রি ২৬, ২০২০ | Comments Off on নরসিংদীতে বিশেষ ওএমএস চাল বিতরণ উদ্বোধন