শনিবার বিকাল ৪:৪৮

১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও

নরসিংদীর রায়পুরায় তিন ব্যক্তির বিরুদ্ধে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ গতকাল সোমবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

এর আগে গতকাল ওই গৃহবধূ প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. কলিমুল্লাহর কাছে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। তখন তাঁকে দ্রুত রায়পুরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়। একই সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মো. কলিমুল্লাহ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে তারাবিহর নামাজ চলাকালে বৃষ্টি হচ্ছিল। ওই সময় রাকিব মিয়া (৩২) নামের এক যুবক দুজন সহযোগীসহ গৃহবধূর বাড়িতে ঢুকে পড়েন। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন রাকিব। আর তাঁর দুই সহযোগী মুঠোফোনে ভিডিও করেন। পরে তাঁর কান ও গলার সোনার গয়না ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা। এ সময় রাকিব তাঁকে হুমকি দেন, ‘কাউকে জানলে স্বামী-স্ত্রীকে একসঙ্গে জবাই করে হত্যা করা হবে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বী এক গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রাকিব মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে