বৃহস্পতিবার সকাল ৮:৫০

৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমপির বৃক্ষরোপণ

তৌহিদুর রহমান মিঠুন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরো দেশের ন্যায় নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের নরসিংদী সদরের ইউএমসি জুট মিল ও সাহেপ্রতাবে অবস্থিত ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী।
এ সময় এমপি বুবলী জানান, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষ সঞ্চয়ের চাবিকাঠি হিসেবে উপকার দেয়। যেমন ফল আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি করে ঠিক তেমনি ঔষধী গাছও চিকিৎসা ও ঔষধ তৈরী ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে মুজিববর্ষে পরিবেশ ও মানুষদের কল্যানে আমি নরসিংদীতে বিভিন্ন জায়গায় নানা প্রজাতির বৃক্ষ রোপণ করেছি এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে