নরসিংদীতে করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যুসহ আজ নতুন আক্রান্ত হয়েছে আরো ১৩জন। প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। লকডাউন অবস্থায় সরকারী নির্দেশনা না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন অভিজ্ঞজনেরা। নরসিংদীতে গত রবিবার (১১ মে) পাঠানো ৬৯টি নমুনায় ৬৬টির রিপোর্টে নতুন আরো ১৩ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সর্বশেষ আজ বিকেল ৫টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার (১৩ মে ) পর্যন্ত নতুন আক্রান্ত নরসিংদী সদর উপজেলার ৫ জন। নরসিংদীতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৪৭জন। সদর উপজেলার ৫ জনের মধ্যে নরসিংদী শহরে ৪ জন ও মাধবদী এলাকায় ১জন।তাছাড়া শিবপুরে ৭ জন ও পলাশ উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে সর্বমোট ১৪০জন সুস্থ্য হয়েছেন। আইসোলেশনে নতুন ১৩ জন সহ রয়েছেন ১০৪ জন। নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে সর্বমোট-১৭৯৬ জনের। নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী মোট করোনায় আক্রান্ত নরসিংদী সদর উপজেলায়-১৪৭, সুস্থ্য-৭৯জন, শিবপুরে আক্রান্ত-২৫, সুস্থ্য-৩, পলাশ উপজেলায় আক্রান্ত-১৮, সুস্থ্য-৮জন, মনেরহরদীতে আক্রান্ত-৫, সুস্থ্য-৫জন, বেলাব উপজেলায় মোট আক্রান্ত-২৫, সুস্থ্য-২৩জন ও রায়পুরা উপজেলায় আক্রান্ত-২৭, সুস্থ্য-২২জন।
নরসিংদী স্বাস্থ্য বিভাগের পাঠানো নমুনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪জন, প্রকৃত পক্ষে মৃত্যুর সংখ্যা ৬জন। নরসিংদী জেলা সিভিল সার্জন কর্যালয়ের তথ্য অনুযায়ী গত সোমবার (১১ মে) সকালে মাধবদী এলাকার চাঁন মিয়া (৬৫)
শুক্রবার (৮ মে) রাতে নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লায় নিখিল (৫০) নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝের চর এলাকার নূর মোহাম্মদ (৫০) নামে একজন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী শহরের ভাগদী মহল্লার আমজাদ হোসেন (৪৮) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েত মৈত্রী হাসপাতাল এর আইসিউতে মৃত্যুবরন করেন।
এ ছাড়া আজ বুধবার (১৩ মে) বেলাবো উপজেলার সররাবাদ হাজী বাড়ির আতাউর রহমান (কৃষি ব্যাংকের ম্যানেজার) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবিস্থায় মারা যান।বিষয়টি নিশ্চিত করেন বেলাবো থানা পুলিশ।
শনিবার (১৮এপ্রিল) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন আমির হোসেন। আমির হোসেন (৪৫) পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামের মৃত হানিফ প্রধান এর ছেলে । আমির হোসেন এর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ১৭এপ্রিল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ উদ্যোগে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ভর্তি হন। সেখানে পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ রিজাল্ট আসে।