এইচ মাহমুদ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আমির হামজা (১৫) নামে এক স্কুলছাত্র। ছয় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের বড়জংগা রেল ব্রিজ এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
আমির হামজা পলাশতলী ইউনিয়নের শাওড়াতলী গ্রামের আবুল হাসেমের ছেলে ও গোবিন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্র জানা যায়, নিহত আমির হামজা আজ দুপুরে তার ভাইয়ের সঙ্গে বড়জংগা রেল ব্রিজ এলাকায় মেঘনার শাখায় গোসল করতে নামে। সেসময় নদীতে প্রবল স্রোত থাকায় পানিতে তলিয়ে যায় আমির হামজা। স্থানীয়রা অনেক খোঁজাখোজি করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দল বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে পৌঁছে নরসিংদী ও রায়পুরা ফায়ার সার্ভিসের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মরদেহটি উদ্ধার করে।
পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।