সমাজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটের কারণে কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের চেয়ারম্যান ইরফানুল হক ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা।
কৃষক আবদুল হাই জানান, প্রতি বছর আমার জমির ধান কাটতে শ্রমিক আসতো। এ বছর তারা আসেনি, চরম দুঃশ্চিন্তায় ছিলাম এ বছর পাকা ধান ঘরে তুলতে পারবো কিনা। আমার এই অবস্থায় পাশে দাড়িয়েছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের স্বেচ্ছাসেবী দল। চেয়ারম্যান নিজেই দলটি নিয়ে আমার দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই।
ইরফানুল হক ভূঁইয়া জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের দুঃসময়ে শ্রমিক সংকট থাকায় কৃষকের জমির ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারই অংশ হিসেবে আজকে দুজন কৃষকের জমির ধান তুলে বাড়িতে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।