মঙ্গলবার দুপুর ১:৪১

২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

২৮শে শাবান, ১৪৪৪ হিজরি

৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

নরসিংদীতে দুই চোর গ্রেপ্তার, চুরিকৃত মালামাল উদ্ধার


সমাজ ডেস্ক : নরসিংদীতে দোকানের তালা ভেঙ্গে চুরিকৃত মালামাল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এসময় গ্রেপ্তার করা হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে। বৃহস্পতিবার (২০ আগস্ট) তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৫ আগস্ট) রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো,  নরসিংদী সদর থানার নগর বানিয়াদী গ্রামের মো: নাজিম উদ্দিনের ছেলে মো: আল আমিন (৩১) ও একই এলাকার ভাড়াটিয়া ও রাজবাড়ীর পাংশা থানার জোনা এলাকার আ: জব্বারের ছেলে নয়ন (৪৫)।  নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, ১৪ আগস্ট দিবাগত রাতে নরসিংদী মডেল থানাধীন আব্দুল্লাহ বাজারে বিসমিল্লাহ ডোরস এন্ড স্যানিটারী দোকানের তালা ভেঙ্গে চুরি হয়। চোর চক্র ২ লাখ ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক ওয়ায়েস উদ্দিন ভূইয়া নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মডেল থানার এসআই অভিজিৎ চৌধুরী মামলার তদন্তভার গ্রহণ করে ২০ আগস্ট তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন। পরে ২৫ আগস্ট মঙ্গলবার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া সকল মালামাল উদ্ধার করা হয়।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে