সমাজ ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের খাদ্য চাহিদা মেটাতে এবং কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলতে জেলা প্রশাসনের পাশাপাশি সকল অংশীজন একযোগে কাজ করে চলেছে। পিছিয়ে নেই ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় সারাদেশের মত নরসিংদীতেও যখন করোনা সংক্রান্ত উদ্ভুত পরিস্হিতিতে কৃষকদের ধান কাটার শ্রমিক সংকট চলছে তখন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর উৎসাহে নরসিংদী জেলা ছাত্রলীগের নেতাকর্মীগণ কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে৷ এ সময় জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়ার উপস্থিতি তাদের উৎসাহ ও উদ্দীপনাকে আরও বেগবান করেছে৷
বাংলাদেশ ছাত্রলীগের তারুণ্যদীপ্ত সকল কর্মীদের জন্য শুভকামনা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদীতে ডিসির উৎসাহে ধান কাটছে ছাত্রলীগ
প্রকাশ : এপ্রি ২৪, ২০২০ | Comments Off on নরসিংদীতে ডিসির উৎসাহে ধান কাটছে ছাত্রলীগ