সমাজ ডেস্ক : নরসিংদীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দু:স্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে জেলা পুলিশ। শনিবার দুপুরে শহরের খাটেহারা এলাকায় দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নবাববাড়ীর রেইচ্ছা আজিজিয়া কারীমিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম বার পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমানসহ জেলা পুলিশর উর্ধ্বতন কর্মকর্তাগণ দুটি মাদ্রাসায় প্রায় ২ শতাধিক এতিম শিশুর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।এ সময় জাতির পিতাসহ ও ১৫ আগস্টে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও বঙ্গবন্ধুর জীবন অাদর্শ নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
নরসিংদীতে জাতীয় শোক দিবসে জেলা পুলিশের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ
প্রকাশ : আগ ১৫, ২০২০ | Comments Off on নরসিংদীতে জাতীয় শোক দিবসে জেলা পুলিশের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ