রবিবার রাত ৯:২৬

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

নরসিংদীতে করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৬০৬, মৃত্যু ৩৯


সমাজ ডেস্ক : নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬০৬। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।সিভিল সার্জন জানান, ১৫ জুলাই ৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পাওয়া এসব নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ জন, পলাশে ৪, বেলাব ও মনোহরদী উপজেলায় রয়েছেন ১ জন করে। একই দিনে ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্সের আওতায় আইসিডিডিআরবিতে পাঠানো ৭টি নমুনার মধ্যে সদরের ৩ জন করোনা পজিটিভ হন।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য জেলার ৬টি উপজেলা থেকে ৮ হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১৩ জনের নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে সদর উপজেলায় ৯৯৪, শিবপুরে ১৪৯, পলাশে ১৩২, রায়পুরায় ১২৪, বেলাবতে ১০৩ ও মনোহরদীতে ১০৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৯ জন। তাঁদের মধ্যে সদরে ২৩, বেলাবতে ৬, রায়পুরায় ৫, মনোহরদী ও পলাশে ২ জন করে এবং শিবপুরে ১ জন রয়েছেন। এ ছাড়া জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৫০ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে