শনিবার দুপুর ১:৪২

৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

১৩ই জিলকদ, ১৪৪৪ হিজরি

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

নরসিংদীতে করোনায় মোট আক্রান্ত ১২০৭ জন ,মৃত্যু ২৩

আমজাদ হোসেন-নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে থেমে নেই করোনায় আক্রান্ত মৃত্যু। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা । আর তার সাথে বৃদ্ধি পাচ্ছে আতংক। ৩ এপ্রিল নরসিংদীতে প্রথম সনাক্ত হয় করোনা রোগী। এর পর ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সহ মোট ১২০৭ জনের দেহে করোনার পজেটিভ পাওয়া গেছে। নরসিংদী সিভিল সার্জন অফিস কর্তৃক(২০ জুন) সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ছয়টি উপজেলা থেকে ৬৩৭১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ৫৫৬০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে এবং এদের মধ্যে ১২০৭ জনের দেহে করোনা পজেটিভ বলে জানাযায়। এদের মধ্যে আইসোলেশন মুক্ত হয়ে বাড়ি ফিরেগেছে ৫০০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৯৬ জন মনোহরদী উপজেলায় ৫৮ জন শিবপুর উপজেলায় ১০৭ জন পলাশ উপজেলায় ১০০ জন বেলাব উপজেলায় ৬৪ জন ও রায়পুরা উপজেলায় ৮২ জন। এদিকে জেলায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে ইতি মধ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলো সদর উপজেলা ১৩ জন,পলাশ উপজেলায় ১ জন, মনোহরদী উপজেলায় ২ জন বেলাব উপজেলায় ৩ জন ও রায়পুরা উপজেলায় ৩ জন ও শিবপুর উপজেলায় ১ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে