আমজাদ হোসেন-নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে থেমে নেই করোনায় আক্রান্ত মৃত্যু। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা । আর তার সাথে বৃদ্ধি পাচ্ছে আতংক। ৩ এপ্রিল নরসিংদীতে প্রথম সনাক্ত হয় করোনা রোগী। এর পর ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সহ মোট ১২০৭ জনের দেহে করোনার পজেটিভ পাওয়া গেছে। নরসিংদী সিভিল সার্জন অফিস কর্তৃক(২০ জুন) সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ছয়টি উপজেলা থেকে ৬৩৭১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ৫৫৬০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে এবং এদের মধ্যে ১২০৭ জনের দেহে করোনা পজেটিভ বলে জানাযায়। এদের মধ্যে আইসোলেশন মুক্ত হয়ে বাড়ি ফিরেগেছে ৫০০ জন। মোট আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৯৬ জন মনোহরদী উপজেলায় ৫৮ জন শিবপুর উপজেলায় ১০৭ জন পলাশ উপজেলায় ১০০ জন বেলাব উপজেলায় ৬৪ জন ও রায়পুরা উপজেলায় ৮২ জন। এদিকে জেলায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে ইতি মধ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলো সদর উপজেলা ১৩ জন,পলাশ উপজেলায় ১ জন, মনোহরদী উপজেলায় ২ জন বেলাব উপজেলায় ৩ জন ও রায়পুরা উপজেলায় ৩ জন ও শিবপুর উপজেলায় ১ জন।
নরসিংদীতে করোনায় মোট আক্রান্ত ১২০৭ জন ,মৃত্যু ২৩
প্রকাশ : জুন ২০, ২০২০ | Comments Off on নরসিংদীতে করোনায় মোট আক্রান্ত ১২০৭ জন ,মৃত্যু ২৩
