বুধবার রাত ১২:৩৬

১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৪ই রজব, ১৪৪৬ হিজরি

১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল

নরসিংদীতে করোনায় মোট আক্রান্ত ৮৩৯, মৃত্যু ১৩ জন

আমজাদ হোসেন, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, তার সাতে বৃদ্ধি পাচ্ছে আতংক। ৩ এপ্রিল নরসিংদীতে প্রথম সনাক্ত হয় করোনা রোগী। এর পর ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সহ মোট ৮৩৯ জনের দেহে করোনার পজেটিভ পাওয়া গেছে। নরসিংদী সিভিল সার্জন অফিস কর্তৃক সর্বশেষ(০৯জুন) প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ছয়টি উপজেলা থেকে ৪৮১৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ৪২০০ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে এবং এদের মধ্যে ৮৩৯ জনের দেহে করোনা পজেটিভ বলে জানা যায়। আইসোলেশন মুক্ত হয়ে বাড়ি ফিরেগেছে ২৫৯ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৪ জন, মনোহরদী উপজেলায় ২৬ জন, শিবপুর উপজেলায় ৬০ জন, পলাশ উপজেলায় ৫৮ জন, বেলাব উপজেলায় ৫০ জন ও রায়পুরা উপজেলায় ৬১ জন। এদিকে জেলায় করোনায় আক্রান্তদের মধ্য থেকে ইতি মধ্যে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্য সদর উপজেলা ০৯ জন, পলাশ উপজেলায় ১ জন, বেলাব উপজেলায় ২ জন ও রায়পুরা উপজেলায় ১ জন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে