নরসিংদী মাধবদী পুরানচর এলাকার করোনা রোগী আমির হোসেন মৃত্যুবরণ করেছেন।
আমির হোসেন (৪৫) পিতা-মৃত হানিফ প্রধান সাং-পুরানচর থানা-মাধবদী জেলা-নরসিংদী গত ১৭/০৪/২০২০ খ্রি. তারিখে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়ি হতে সরাসরি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গত ১৮/০৪/২০২০ খ্রি. তারিখে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে আইইডিসিঅারে। পরে গত ১৯/০৪/২০২০ খ্রি. তারিখে তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে। অাজ তার লাশ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে।
নরসিংদীতে করোনায় প্রথম মারা যাওয়া রোগী আমির হোসেন
প্রকাশ : এপ্রি ২০, ২০২০ | Comments Off on নরসিংদীতে করোনায় প্রথম মারা যাওয়া রোগী আমির হোসেন