আমজাদ হোসেন-নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নতুন করোনায় আক্রান্ত রোগী সংখ্যা আর তার সাতে বৃদ্ধি পাচ্ছে আতংক । ৩ এপ্রিল নরসিংদীতে প্রথম সনাক্ত হয় করোনা রোগী। এর পর ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সহ ৫১৮ জনের দেহে করোনার পজেটিভ পাওয়া যায়। নরসিংদী সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় গত ২৬ মে পাঠানো ৭৩ টি নমুনার মধ্যে ২৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তরা হচ্ছে সদর উপজেলায় ১০ জন এবং রায়পুরা উপজেলায় ৪ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ২ জন ও মনোহরদী উপজেলায় ৩ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ জন মৃত্যুর বরন করেছে। তার মধ্য সদর উপজেলায় ৫জন, পলাশ উপজেলায় ১ জন ও বেলাব উপজেলায় ১জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক জেলার ছয়টি উপজেলা থেকে ৩৩৮১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানোর পর ৩০৩০ টি নমুনার ফলাফল পাওয়া গেছে এবং এদের মধ্যে ৫১৮ জনের দেহে করোনা পজেটিভ বলে জানাযায়। আইসোলেশন মুক্ত হয়ে বাড়ি ফিরেগেছে ১৯৪ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৫৭ জন মনোহরদী উপজেলায় ১৩ জন শিবপুর উপজেলায় ৩৬ জন পলাশ উপজেলায় ৩৪ জন বেলাব উপজেলায় ৩৭ জন ও রায়পুরা উপজেলায় ৪১ জন ।
নরসিংদীতে করোনায় নতুন আক্রান্ত ২৬ জন মোট আক্রান্ত ৫১৮
প্রকাশ : মে ২৯, ২০২০ | Comments Off on নরসিংদীতে করোনায় নতুন আক্রান্ত ২৬ জন মোট আক্রান্ত ৫১৮
