মঙ্গলবার রাত ৯:৩২

২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

৫ই রমজান, ১৪৪৪ হিজরি

১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

নরসিংদীতে করোনায় আক্রান্ত হাজার ছাড়িয়েছে

সমাজ নিউজ ডেস্ক: নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো। নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩১ জনে। রোববার (১৪ জুন) নরসিংদীর সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তের ২৩ জন সদর উপজেলার, ৭ জন পলাশ উপজেলার, ৬ জন মনোহরদী উপজেলার ও ৫ জন শিবপুর উপজেলার।

এ পর্যন্ত নরসিংদী সদর উপজেলায় ৭১৫ জন, পলাশে ৯১ জন, শিবপুরে ৭২ জন, রায়পুরাতে ৬৫ জন, বেলাবোতে ৫৪ জন ও মনোহরদীতে ৩৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৬ জন এবং হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন। আইসোলেশন মুক্ত হয়েছেন ৩৫০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ১ জন, বেলাবোতে ২ জন, রায়পুরায় ২ জন ও মনোহরদীতে একজনের মৃত্যু হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে