নরসিংদীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নরসিংদীতে করোনার গতকালের ১৯ এপ্রিলের (রবিবার) পরিসংখ্যান আজকে সোমবার প্রকাশ হয়েছে। গত রবিবার নরসিংদী জেলায় নতুন করে আরো ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩০ জনসহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা এখন ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে দুই জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
গত শনিবার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৩০ জনের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলার করোনা রোগী সনাক্তের সংখ্যা ১৩৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ০২ জন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার নরসিংদী জেলার পলাশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ৯ এপ্রিল নরসিংদী জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে নরসিংদী জেলা প্রশাসন। গত ১৩ এপ্রিল নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করে জেলা সিভিল সার্জন অফিস।
নরসিংদীতে আরো ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত
প্রকাশ : এপ্রি ২০, ২০২০ | Comments Off on নরসিংদীতে আরো ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত