সমাজ নিউজ ডেস্ক: নরসিংদীতে নতুন করে আরও ২৯ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৬ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নরসিংদী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনায় নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে সদর উপজেলায় ৯ জন, পলাশ উপজেলায় ৩ জন, শিবপুর উপজেলায় ১১ জন, মনোহরদীতে একজন ও বেলাবতে ৫ জন।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১২৪ জনের, ফলাফল পাওয়া গেছে ৫ হাজার ২৫৮ টি নমুনার। তার মধ্যে মোট এক হাজার ১৪৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৭৬৫ জন, পলাশে ১০০ জন, শিবপুরে ৯৪ জন, রায়পুরাতে ৭৯ জন, মনোহরদীতে ৪৬ জন, বেলাবো উপজেলায় ৬২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৫৯৩ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৩৭ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৪৯৫ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ১২ জন, বেলাব উপজেলায় ০৩ জন, রায়পুরায় ০৩ জন, পলাশে একজন, মনোহরদীতে একজন ও শিবপুরে একজন।