বিনোদন ডেস্ক :: এবার পবিত্র ঈদুল আজহায় তরুণ সংগীত শিল্পী নাজমুল হুদা সোহাগ “অঙ্গার” বাংলা সিনেমার প্রিয় চট্রোপাধ্যায় এর কথা ও আকাশ সেন এর সুরে মোহাম্মদ ইরফান এর গাওয়া “কতবার বোঝাবো বল” শিরোনামের গানটি নতুনভাবে উপস্থাপন (কভার) করেন।
যার ভিডিও মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তথা ফেসবুকে ভাইরাল হয়। গানটি শোভা পাচ্ছে হাজার হাজার দর্শকদের ফেইসবুক টাইমলাইনে। কমেন্ট বক্সে সংগীত অনুরাগী ও দর্শকদের ভালবাসা বৃষ্টির মত ঝড়তে থাকে।
সুমধুর কন্ঠ অসাধারণ গায়োকী ও উপস্থাপন সহজেই দর্শকের মন কাড়ে। দর্শক নন্দিত ও সম্ভাবনাময় এই তরুণ সংগীত শিল্পী নতুন নতুন গান নিয়ে বার বার আমাদের মাঝে ফিরে আসবেন ও সংগীতে উন্নতির স্বাক্ষর রাখবেন। শিঘ্রই এই তরুণ শিল্পীর আরো একটি নতুন গান প্রকাশিত হবে বলে সমাজ নিউজ-কে জানিয়েছেন।
নব নন্দিত তরুণ সংগীতশিল্পী নাজমুল হুদা সোহাগ
প্রকাশ : আগ ০৩, ২০২০ | Comments Off on নব নন্দিত তরুণ সংগীতশিল্পী নাজমুল হুদা সোহাগ