শুক্রবার রাত ১২:৩৩

২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১লা রমজান, ১৪৪৪ হিজরি

১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

নতুন মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া নিয়ে যা বললেন আসাদুজ্জামান নূর

নিজের দায়িত্বপ্রাপ্ত সময়ে সংস্কৃতিকে এগিয়ে নিয়েছেন উল্লেখ করে বিদায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমি শিল্পের জগতের মানুষ ছিলাম, আছি এবং থাকবো।’

সোমবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিদায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। খবর ইউএনবি’র।

তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিগত পাঁচ বছরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দায়িত্ব সাধ্যমতো পালনের চেষ্টা করেছি। এ বিরল সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

সংস্কৃতি ক্ষেত্রে অবকাঠামো সুবিধা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে দাবি করে তিনি বলেন, ‘কিন্তু প্রশ্ন হচ্ছে- সাংস্কৃতিক সংগঠনসমূহ এসব সুযোগ-সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা এবং এসব অবকাঠামোসমূহ ব্যবহারের পর্যাপ্ত মানুষ তৈরি হচ্ছে কিনা।’

বিদায়ী মন্ত্রী আরও বলেন, ‘আমরা সে কাজটিই করছি। মঞ্চের সামনের মানুষের সংখ্যা বৃদ্ধিতে আমরা কাজ করছি। কেননা, সবাই শিল্পী হবে না। সংস্কৃতি মনস্ক ও শিল্পরসিক মানুষ যত বাড়বে, ততই দেশের জন্য মঙ্গল।’

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রী এ কাজটি আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী মন্ত্রী নূর।

বিদায় অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে