নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন আরেফিন শুভ। টালিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দের পরিচালনায় ছবিটির নাম ‘মুসাফির’। সেখানে শুভর পাশাপাশি রয়েছেন তিশাও। ‘অস্তিত্ব’ ছবির পর আবার একসাথে শুভ-তিশাকে দেখা গেলেও শুভর নায়িকা হিসেবে নয়, ছবিটির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে। ঢাকার বেশ কয়েকটি স্থানেও এর শ্যুটিং হবে।