ঢাকার ধামরাইয়ে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) নামে এক ভ্যানের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ভ্যানচালক।
রোববার (১৭ মে) সকালে উপজেলার কাওয়ালী পাড়া বাজার এলাকায় সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এবিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মোল্লা।
আহত ভ্যানচালকের নাম আয়নাল হোসেন (৩৫)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পানাইজুরি গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত শফিকুল ইসলাম একই এলাকার ফজল হকের ছেলে।
ওসি রাসেল মোল্লা জানান, সকালের দিকে একটি ভ্যানে করে বেকারি পণ্য নিয়ে কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুরের দিকে যাচ্ছিলেন শফিকুল। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুলের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় ভ্যানচালক। তবে এসময় ট্রাকের চালক পালিয়ে যায়।
ওসি আরো জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।