সোমবার রাত ৯:৫৫

১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হচ্ছে: আইনমন্ত্রী

বর্তমান আইনে ধর্ষণের সাজায় পরিবর্তন এনে তা মৃত্যুদণ্ড করা হচ্ছে। এ সম্পর্কিত একটি সংশোধিত আইনের প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার (১২ অক্টোবর) এ প্রস্তাব উত্থাপিত হবে।

বাংলাদেশের সংবিধানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, এর ৯ ধারায় ধর্ষণ এবং ধর্ষণজনিতকারণে মৃত্যু ঘটানো ইত্যাদির সাজা সম্পর্কে বলা আছে।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ছাড়া ১৬ বছর বয়সের বেশি বয়সী কোনো নারীর সঙ্গে তার সম্মতি ছাড়া বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তার সম্মতি আদায় করে অথবা ১৬ বছরের কম বয়সের কোনো নারীর সঙ্গে তার সম্মতিসহ বা সম্মতি ছাড়া যৌন সঙ্গম করেন, তাহলে তিনি ওই নারীকে ধর্ষণ করেছেন বলে গণ্য হবেন।

ঢাকা/হাসান/জেডআর







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে