রাজধানী ঢাকাসহ সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান রাত ৯টা পর্যন্ত খোলা রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শুধু ঈদের সময়েই এই বাড়তি সময়টুকু খোলা রাখা যাবে।
দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না এলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘ঈদকে কেন্দ্র করে দোকান খোলা রাখার সময় বাড়াতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলাম। গতকাল রাতে এ বিষয়ে মোখিক নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।’
এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকেল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।