দেশে ৪১ জন নার্স নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাধীনতা নার্সেস পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাজহারুল ইসলাম জুয়েল এই তথ্য জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন, এমন ৪১ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ জানান, ২৫০ জন নার্স বর্তমানে কোয়ারেন্টিনে আছেন।
দেশে এখন পর্যন্ত ১ হাজার ৫৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে এক চিকিৎসকসহ ৬০ জন মারা গেছেন।