প্রাথমিকভাবে ২৬ মে থেকে ঢাকার বিশেষায়িত হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগ শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৩ মে ওষুধ প্রশাসন অধিদপ্তর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের দেওয়া রেমডেসিভির হাসপাতালগুলোতে পাঠাতে শুরু করে।
বুধবার (২৭ মে) কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শিহাব উদ্দিন বলেন, ‘মঙ্গলবার থেকে গুরুতর অসুস্থ রোগীদের রেমডেসিভির প্রয়োগ শুরু করা হয়েছে। প্রয়োগের পর রোগীদের শারীরিক অবস্থা উন্নতির দিকেই যাচ্ছে।’
তিনি জানান, এসব রোগীকে যেহেতু অক্সিজেনসহ অন্যান্য ওষুধও দেওয়া হচ্ছে। তাই এখনই কার্যকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না। কার্যকারিতা জানতে কিছু দিন অপেক্ষা করতে হবে।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭ মে পৌঁছেছে রেমডেসিভির। ঢামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল কে এম নাসির বলেন, ‘আজ হাতে পেয়েছি। আজ থেকেই রোগীদের শরীরে রেমডেসিভির প্রয়োগ করব।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান বলেন, ‘রাজধানীর বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে রেমডেসিভির পাঠানো হয়েছে। পরবর্তীতে অন্যান্য বিশেষায়িত করোনা হাসপাতালে পাঠানো হবে।’
রেমডেসিভির প্রয়োগের নিয়ম সম্পর্কে সঙশ্লিষ্টরা বলেন, ‘প্রথম দিন গুরুতর অসুস্থ রোগীকে দুই ডোজ করে রেমডেসিভির দেওয়া হয়েছে। পরে দ্বিতীয় দিন থেকে এক ডোজ করে দেওয়া হচ্ছে। একজন রোগীকে ৫-১০ ডোজ রেমডিসিভির দেওয়া হবে।’
গত ২১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে রেমডেসিভির হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।