শনিবার সন্ধ্যা ৭:৩৩

১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি

বাংলাদেশে প্রথম করোনার টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের দাবি করেছে অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা পশুর শরীরে এই ভ্যাকসিনের সফলতা পেয়েছে। মানবদেহেও এর সফলতা পাওয়া সম্ভব বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আগামী কাল বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় টিকা আবিষ্কার নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে গ্লোব বায়োটেক লিমিটেড।

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ রোগে এক হাজার ৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও তিন হাজার ৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ৪৯ হাজার ২৫৮ জনে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে