টালিউডের তারকা অভিনেতা দেবের সঙ্গে প্রেম করছেন মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে প্রেম করলেও বলিউডের ভাইজান সালমান খানকে বিয়ে করতে চান তিনি!
আর মাত্র দু’দিন পরই মুক্তি পাবে দেব-রুক্মিণী জুটির প্রথম ছবি ‘চ্যাম্প’। এই ছবির মাধ্যমেই টালিউডে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে রুক্মিণীর। একই সঙ্গে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টিউবলাইট’ ছবিটি।
রুক্মিণী বলেন, ‘সালমান খানকে আমি বিয়ে করতে চাই। চ্যাম্প ছবিটা যদি কোনমতে সালমানকে দেখানো যায়, আর আমায় দেখে যদি উনি বিয়ের প্রস্তাব দেন… আমি সঙ্গে সঙ্গে সবকিছু ছেড়ে চলে যাব!’
তিনি আরো বলেন, ‘আমি চ্যাম্পের আগে টিউবলাইট দেখব।’