রোববার সকালে দক্ষিণের গার্ড পোস্টে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গুলি বিনিময় হয়েছে। ২০ দিন পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন প্রকাশ্যে আসার পরদিনই দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গোলাগুলি শুরু করেছে উত্তর কোরিয়াই। স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে উত্তর সীমান্তের দিকে দক্ষিণ কোরিয়ার গার্ড পোস্টের দিকে গুলি ছোড়ে কিমের দেশ। এক বিবৃতিতে এ তথ্য দেন দক্ষিণের জয়েন্ট চিফ অব স্টাফ।
অবশ্য চুপ করে বসে থাকেনি দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার দিকে তারাও দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে কেউ আহত হয়নি।
গত ১২ এপ্রিলের পর কিম ‘আত্মগোপনে’ গেলে তার অসুস্থের গুঞ্জন ওঠে। তবে দক্ষিণ কোরিয়ান সরকারি সূত্র এসব আমলে নেননি। তারা উত্তর কোরিয়াকে নজরদারিতে রেখেছিল। কিমের অনুপস্থিতিতে প্রতিবেশী দেশে কোনো অস্বাভাবিকতা লক্ষ করেনি তারা।