শনিবার বিকাল ৪:৩৯

১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল

দীপ্ত টিভি লকডাউন

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। তবে এ টিভির সম্প্রচার অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন বলেছেন, ‘পুলিশ লকডাউন ঘোষণা করেনি। টিভি কর্তৃপক্ষ করতে পারে। তারাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।’

জানা গেছে, দীপ্ত টেলিভিশনের একজন নিউজ এডিটর, রিপোর্টার ও দুজন প্রডিউসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টেলিভিশন কর্তৃপক্ষ সেখানকার সংবাদকর্মী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ১৪ দিনের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে