বুধবার দুপুর ২:২৯

১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ বসন্তকাল

তুর্কি হামলায় আর্মেনিয়ার জঙ্গিবিমান ভূপাতিত

আর্মেনিয়া অভিযোগ করেছে, তুরস্ক তাদের একটি জঙ্গিবিমান ভূপাতিত করেছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ করেছে।

তুরস্কের বিরুদ্ধে জঙ্গিবিমান ভূপাতিতের অভিযোগ এমন সময় করা হলো যখন আর্মেনিয়ার সঙ্গে প্রতিবেশী আজারবাইজানের বিতর্কিত নাগরনো-কারাবাখ এলাকা নিয়ে লড়াই চলছে। গত তিন ধরে চলা এই যুদ্ধে বেসামরিক নাগরিকসহ প্রায় ১০০ জন নিহত হয়েছে। এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে তুরস্ক।

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমার মধ্যে সোভিয়েত আমলে তৈরি সুখোই-২৫ জঙ্গিবিমানটিকে ভূপাতিত করেছে একটি তুর্কি এফ-১৬। এ ঘটনায় সুখোই-২৫ এর পাইলট নিহত হয়েছে।

এ ব্যাপারে তুরস্ক কোনো মন্তব্য করেনি।
 

ঢাকা/শাহেদ







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে