সমাজ ডেস্ক: আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ এর সাথে করোনা ভাইরাস সংক্রমণজনিত সাম্প্রতিক পরিস্থিতিতে ত্রাণ ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে ঢাকা বিভাগস্থ সকল জেলার জেলা প্রশাসকগণের জুম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলার নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
কনফারেন্সে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী জেলার সার্বিক পরিস্থিতি ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
এ সময় বিভাগীয় কমিশনার সরকারি নির্দেশনার আলোকে ন্যায্যতার ভিত্তিতে তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকগণের প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসকদের জুম কনফারেন্স
প্রকাশ : এপ্রি ২৭, ২০২০ | Comments Off on ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে জেলা প্রশাসকদের জুম কনফারেন্স
