শুক্রবার রাত ১২:০৩

২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

১লা রমজান, ১৪৪৪ হিজরি

১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ বসন্তকাল

ঢাকার যে এলাকায় গ্যাস থাকবে না মঙ্গলবার

গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের জন্য আগামীকাল মঙ্গলবার ঢাকার কিছু স্থানে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না।

আগামীকাল (১৬ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী, মহাখালী ডিওএইচএস এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৫ জুন) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজের জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  শহীদ তাজউদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও তৎসলগ্ন এলাকায় শিল্প ক্যাবটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে