অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ বৈঠকে গুরুত্ব পাবে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রে উত্তরণ, রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার। এরপর সন্ধ্যায় কক্সবাজারে ড. ইউনূস ও গুতেরেসের সঙ্গে ইফতার করবেন প্রায় এক লাখ রোহিঙ্গারা।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যকার এ বৈঠক শুরু হয়। এর আগে, সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।