রবিবার রাত ৯:৩৬

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ডিপজলের বাড়িতে কী করছেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে অভিনয় করছেন তিনি। করোনার মধ্যে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন জয়া। করোনা ভয় পেছনে ফেলে কিছুদিন আগে একটি ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি।

এদিক হঠাৎ অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে গিয়েছেন জয়া আহসান! বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। কিন্তু কেন?

মূল ঘটনা হলো, চার বছর আগে ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং শুরু করেন মাহমুদ দিদার। সিনেমাটির শেষ লটের শুটিং বাকি ছিল। আর তা শেষ করতেই সাভারে ডিপজলের বাড়িতে অবস্থান করছেন জয়া।

গত ২৬ সেপ্টেম্বর থেকে সরকারি অনুদানের এ সিনেমার শেষ লটের শুটিং শুরু করেছেন নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন—সাভারে ডিপজল সাহেবের বাড়িতে শুটিং করছি। জয়া আহসান, গাজী রাকায়েত ভাইসহ অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন। আশা করছি, এই লটে সিনেমাটির কাজ শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারব।

‘বিউটি সার্কাস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। এর গল্পে জয়া একজন সার্কাস শিল্পীর চরিত্রে অভিনয় করছেন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে