রবিবার রাত ৯:২১

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

ডিএমপির ২৮ ডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন উপপুলিশ কমিশনার (ডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই বিষয়ে জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির প্রোটেকশন বিভাগের উপপুলিশ কমিশনার(ডিসি) আ ফ ম মাহতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্বে সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ট্রাফিক দক্ষিণের উপকমিশনার(ডিসি) জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের উপকমিশনার (ডিসি) সাইফুল হককে ট্রাফিক উত্তরের পূর্ণ দায়িত্বে, ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমানকে ডিবি গুলশান বিভাগে, ট্রাফিক পশ্চিমের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাকে ট্রাফিক মিরপুরে, ডিএমপির উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমদেকে ওয়ারী বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, উপপুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগে দেওয়া হয়েছে।

এ ছাড়া উপপুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দারকে গোয়েন্দা মিরপুর বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মাহফুজুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলামকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) আব্দুল মান্নানকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী শফিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাছুম আহাম্মদ ভূঁইয়াকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহা. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম. আল কিবরিয়াকে কাউন্টার টেরোজিম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমাকে কাউন্টার টেরোরিজম বিভাগের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে