কেউ একবার ট্যাক্স আইডেন্টিফিকেশন বা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিলে তার পর থেকে এনবিআর কর্মকর্তারা তাকে রিটার্ন জমা দেওয়ার জন্য নানাভাবে তাগিদ দিতে থাকবেন উল্লেখ করে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘টিআইএন থাকার পরও রিটার্ন না দিলে ঘুমাইতে পারবেন না।’
বুধবার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের এক প্রাক-বাজেট আলোচনায় রাজস্ব বাড়াতে নানামুখী কর্মসূচির কথা তুলে ধরে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সরকার এমন একটি কর-ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করবে ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখবে।’
তিনি বলেন, ‘আমাদের করনীতির লক্ষ্য হলো রাজস্ব আহরণ ও ব্যাবসায়িক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য তৈরি করা।
আমরা শিল্প নেতৃবৃন্দের উদ্বেগ বুঝতে পারছি। বিনিয়োগ ও রাজস্ব আদায় বাড়ানো এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা একটি সুষ্ঠু কর কাঠামো তৈরির প্রচেষ্টা চালিয়ে যাব।’
তিনি আরো বলেন, ‘করনীতিতে পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন থাকা প্রয়োজন। এ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।