রবিবার রাত ৮:১৯

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

জোনভিত্তিক লকডাউন দ্রুত কার্যকর চান কাদের

সমাজ নিউজ ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পাওয়ার পরপরই তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে লাল, হলুদ ও সবুজ জোন হিসেবে ভাগ করে একটি রূপরেখা দিয়েছে সরকার। সংক্রমণের ঝুঁকি যেখানে বেশি, সেই এলাকাই হবে রেড জোন। জেলা, উপজেলা, এলাকা, মহল্লা বা বাড়ি ধরে রেড জোন ঘোষণা করে লকডাউনের মতো বিধি-নিষেধে জারি করা হবে।

ওবায়দুল কাদের বলেন, জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত পাওয়ার পরপর দ্রুত এবং কার্করভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সমন্বয়। আমি সংশ্লিষ্ট সবাইকে নিবিড় মনিটরিংয়ের পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তিশালী টিমওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

যেসব এলাকা লকডাইন হবে, সেসব এলাকার জনসাধারণকে ধৈর্য‌্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

কাদের বলেন, প্রতিদিন ক্রমবর্ধমান সংক্রমণের এ পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার সহযোগিতায় আল্লাহর রহমতে এই সংকট আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে