রবিবার রাত ৯:৪৭

৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শরৎকাল

জাপার অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চান: রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। তাই অধিকাংশ এমপিই সরকারের সঙ্গে থাকতে চান। এ বিষয়ে মহাজোটের নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তা-ই চূড়ান্ত।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তাহলে কী সংসদে বিরোধী দল থাকবে না? এমন প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, জনগণই তো বিরোধী দল চায়নি। জনগণই উন্নয়নের স্বার্থে বড় ধরনের বিরোধী দল চায়নি। জনগণই মহাজোটকে ২৮৮ আসনে ভোট দিয়েছে।

তিনি জানান, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না থাকায় তারা সরকার ও বিরোধী দলে ছিলেন। একইসঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকাটা প্রধানমন্ত্রীর নতুন ফরম্যাট ছিল। দেশের উন্নয়নের জন্য তারা সেভাবেই ছিলেন।

রাঙ্গা বলেন, মহাজোটের আসন সংখ্যা ২৮৮টি। দেশের জনগণ চায় না সংসদে বড় ধরনের কোনও বিরোধী দল থাকুক। জনগণ সরকারের ওপর সন্তুষ্ট। সে কারণেই তারা মহাজোটকে ভোট দিয়েছে। মহাজোটই আগামী ৫ বছর ক্ষমতায় থাকবে।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের সময়ও ছিলাম, সরকারেও থাকবো। সেটাই আমরা চূড়ান্ত করেছি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসন পেয়েছে জাতীয় পার্টি।







© সকল স্বত্ব- সমাজ নিউজ -কর্তৃক সংরক্ষিত
২২ সেগুনবাগিচা, ৫ম তলা, ঢাকা- বাংলাদেশ।
ই-মেইল: news@somajnews.com, ওয়েব: www.somajnews.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

ডিজাইন: একুশে